শনিবার রাত ১২:০৩

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

৫ উপনির্বাচন : আওয়ামী লীগের প্রার্থীদের নাম জানা যাবে কাল

পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বসছে আগামীকাল রোববার। বিকেল সাড়ে ৪টায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সায়েম খান আরো বলেন, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের জন্য গত ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করে আওয়ামী লীগ। আসনগুলো হলো নওগাঁ-০৬, সিরাজগঞ্জ-০১, পাবনা-০৪, ঢাকা-০৫ ও ঢাকা-১৮।

পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান মোট ১৪১ জন। এর মধ্যে ঢাকা-১৮ আসনেই মনোনয়নপ্রত্যাশী ৫৬ জন। এই ৫৬ জনের মধ্যে দলীয় নেতাকর্মী ছাড়া সাবেক সচিব, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি), সাবেক জেলা জজ, ডিএনসিসির কাউন্সিলর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন। ঢাকা-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী ২০ জন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছেন মোট ২৮ জন। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাতাসহ ছয়জন রয়েছেন।

এ ছাড়া নওগাঁ-৬ আসন থেকে ৩৪ জন এবং সিরাজগঞ্জ-১ আসন থেকে তিনজন মনোনয়নপত্র কিনেছেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে