শনিবার সকাল ১১:৫২

১৬ই মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই রমজান, ১৪৪৫ হিজরি

২রা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

মনোহরদীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১ আহত ২ গ্রেপ্তার ৩

মোঃ মোবারক হোসেন, নিজস্ব প্রতিনিধি ঃ মনোহরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে এক যুবক খুন ও তার পিতাসহ ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে । ছুরিকাঘাতে আহত পিতা চিকিৎসার্থে ঢাকায় ভর্তি রয়েছেন।পুলিশ ঘাতকসহ ৩ জনকে আটক করেছে। মনোহরদীর দৌলতপুর গ্রামে দুই প্রতিবেশীর একই মাদ্রাসায় পড়ুয়া সহপাঠিনী শিশু একজন আরেকজনের গায়ে খেলার ছলে বিছুটি পাতা (চুতরা পাতা) লাগিয়ে দেয়। একে কেন্দ্র করে সোমবার (৬ই জুন) রাত ১০ টার দিকে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর পূর্বপাড়া গ্রামের মৃত শাহজহানের পুত্র সাইফুল (২২) ও তার কতিপয় সঙ্গীনি উত্তেজিত হয়ে একই

গ্রামের সিরাজ উদ্দীনের মুদী দোকানের সামনে গিয়ে চিৎকার চেঁচামেচী শুরু করে। এতে সিরাজ উদ্দীনের ভাতিজী পাপ্পি (২৬) তাদের বাধা দিতে আসলে সাইফুল তাকে ছুরিকাঘাতে আহত করে। সেখানে উপস্থিত সিরাজ উদ্দীনের পুত্র রাকিব (২১) পাপ্পিকে বাঁচাতে গেলে সাইফুল তার সাথে থাকা ধারালো ছুরি রাকিবের বুকে বসিয়ে দেয়। এ সময় তাদের সাহায্যার্থে সিরাজ উদ্দীন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে মারাত্মক আহত করে সাইফুল। প্রতিবেশীরা ছুটে এলে সাইফুল ও তার সঙ্গীরা পালিয়ে যায়। মারাত্মক আহত রাকিব, তার পিতা সিরাজ উদ্দীন ও আহত পাপ্পিকে চিকিৎসার্থে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাকিবকে ঢাকায় প্রেরন করা হলে রাত সাড়ে ১১টার দিকে পথিমধ্যে রাকিবের মৃত্যু ঘটে। মারাত্মক আহতাবস্থায় সিরাজ উদ্দীন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।পাপ্পি বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে নিহত রাকিবের মা রেনুজা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতেই পুলিশের অভিযানে ঘাতক সাইফুল ও পরে আরো ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে