রবিবার রাত ১০:০৫

২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

চলছে গণটিকা কার্যক্রম, লক্ষ্য ১ কোটি মানুষকে টিকা দেয়া

শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে চলছে গণটিকা কার্যক্রম। কেন্দ্রে আসা সবাইকে টিকা প্রদান নিশ্চিতের চেষ্টা করা হবে, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোর থেকেই টিকা নেয়ার জন্য ছিল দীর্ঘ লাইন। নিবন্ধন ছাড়াও এনআইডি ও জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে থাকলেই টিকা পাচ্ছে মানুষ। যাদের এনআইডি বা জন্ম নিবন্ধনও নেই, তারাও মোবাইল ফোন সাথে নিয়ে গেলেই এসএমএস পেয়ে টিকা নিতে পারছেন। দেয়া হচ্ছে একটি টিকা কার্ডও। বেশিরভাগ কেন্দ্রে ভিড় স্বত্বেও সু-শৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে ভ্যাকসিন নিতে দেখা গেছে সবাইকে। তবে প্রায় প্রতিটি কেন্দ্রেই আগ্রহীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকা পেয়ে খুশি সবাই। প্রথম ডোজের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রদানের কার্যক্রমও চলছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও টিকা নিতে এসেছেন শত শত মানুষ। অপেক্ষামানদের সারি পৌঁছেছে শহীদ মিনার পর্যন্ত। এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারসহ আরো বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এরপর বলেন, ঢাকায় ৪৮৬টি কেন্দ্রে মোট সাড়ে ৫ লাখের বেশি টিকা দেয়া হবে। টিকা না নিয়ে কেউ ফিরে যাবে না। তিনি আরও জানান, ১ মার্চ থেকে ঢাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কোনো দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে টিকা নেয়নি, এমন কাউকে পেলে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে