শনিবার রাত ৪:৫৫

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

২০ মিনিটে রক্তের নমুনা থেকে করোনা শনাক্ত পদ্ধতি আবিষ্কার

মাত্র ২০ মিনিটে রক্তের নমুনা থেকে করোনাভাইরাস শনাক্তের পদ্ধতি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। দেশটির মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এই প্রক্রিয়ায় ভাইরাস শনাক্তের পদ্ধতি এটাই প্রথম।

গবেষকরা জানিয়েছেন, কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা এবং আগে কেউ আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানা যাবে এই পরীক্ষা পদ্ধতিতে।

শুক্রবার এসিএস সেন্সরস সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ‘যেখানে সমাজের মধ্যে ব্যাপক সংক্রমণ চিহ্নিত করতে জনগোষ্ঠীর পরীক্ষায় দীর্ঘ সময় প্রয়োজন সেখানে ব্যাপক সংক্রমণ সীমিত করতে স্বল্পমেয়াদী অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে  দ্রুত শনাক্তকরণ এবং কন্টাক্ট ট্রেসিং।’

বায়োপ্রিয়া ও মোনাশ বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে কনভারজেন্ট বায়োন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলোজির এআরসি সেন্টার ফর এক্সিলেন্সের গবেষকরা এই গবেষণায় অংশ নিয়েছিলেন।

গবেষকরা জানিয়েছেন, তাদের উদ্ভাবিত পদ্ধতিতে প্রতিঘণ্টায় শতাধিক নমুনা পরীক্ষা করা সম্ভব। এই পদ্ধতিতে দেহে অ্যান্টিবডি শনাক্ত করা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে