শুক্রবার রাত ১১:০১

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

সাহেদের জাতীয় পরিচয়পত্র ব্লক: ইসি সচিব

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ব্লক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। 

সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন সভা শেষে সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। 

ইসি সচিব বলেন, এনআইডিতে সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সঙ্গে নির্বাচন কমিশনের কারা কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করা হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।     

তিনি বলেন, জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। প্রমাণ সাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

সচিব আরও বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে এ মুহূর্তে সংসদীয় আসনে কোনো নির্বাচন করা হবে না। আগামী মাসে বসে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো, কবে থেকে নির্বাচন করা যায় সে বিষয়ে।        

জানা যায়, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ জাতীয় পরিচয়পত্রে নিজের নাম সংশোধন করেছিলেন। বছরখানেক আগে তিনি নিজের নাম বদল করে সাহেদ করিম থেকে মোহাম্মাদ সাহেদ হয়ে যান। এ তথ্য বের হওয়ার পর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগ বিষয়টি তদন্ত করে দেখেছে।

১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে করোনা পরীক্ষা না করিয়ে ভুয়া সার্টিফিকেট দেওয়া সহ বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে। 







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে