শুক্রবার রাত ১১:২৩

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

সাকিবের বাবা ত্রাণ দিলেন ‘শতাধিক’ ভিক্ষুককে

মাগুরায় ‘শতাধিক’ ভিক্ষুককে ত্রাণ দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল।

জেলা শহরের কেশব মোড়ে বাড়ির সামনে শনিবার বেলা ১১টার দিকে তিনি এই ত্রাণ দেন। এ সময় সেখানে ক্রীড়া সংগঠক বারিক আনজাম উপস্থিত ছিলেন।

মাশরুর রেজা বলেন, “করোনাভাইরাস মহামারীতে বিপাকে পড়া অসহায়, গরিব ও অসচ্ছল খেলোয়াড়দের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হচ্ছে।

“এছাড়া শনিবার শহরতলির শতাধিক ভিক্ষুককে দেওয়া হয়েছে ৫০০ করে টাকা ও খাদ্যসামগ্রী। খাদ্যসামগ্রী হিসেবে প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে ডাল, ৫০০ গ্রাম করে লবণ, ৫০০ গ্রাম করে তেল, এক প্যাকেট করে সেমাই, চিনি এক কেজি করে এবং একটা করে সাবান দেওয়া হয়েছে।”







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে