শনিবার সকাল ৭:১২

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

মনোহরদীতে ঘরে-ঘরে গিয়ে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত

সমাজ ডেস্ক : নরসিংদীর মনোহরদীতে নোবেল করোনাভাইরাস সংক্রমন রোধে কর্মহীন হয়ে পড়া ও হতদরিদ্রদের পাশে মানবতার ফেরিওয়ালা হয়ে দাঁড়িয়েছেন আব্দুল খালেক ভূঁইয়া। বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক, ভূঁইয়া ডায়াগনোস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক ও ক্যান্টনমেন্ট থানা শাখার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ সভাপতি এবং শুকুন্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের জমিদাতা আব্দুল খালেক ভূঁইয়া। তিনি ও তাঁর ছেলে সেন্টারের পরিচালক ডা: মো. ওয়াহিদুল হাসান ভূঁইয়া সজিব এলাকায় বিভিন্ন হতদরিদ্রদের ঘরে-ঘরে গিয়ে স্যানেটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ শনিবার (১৮ এপ্রিল) চলমান ধারা হিসেবে চতুর্থ ধাপে এ সামগ্রীগুলো বিতরণ করেন। এ পর্যন্ত প্রায় ৮ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর পূর্বে আরও তিনবার তিনি বাড়িবাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করেছেন।
আজ সামগ্রীগুলো বিতরণকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইশরাত জাহান তামান্না ও শুকুন্দী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এনামুল হক কামাল এবং এলাকার স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে