মঙ্গলবার বিকাল ৫:১৮

১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ই রমজান, ১৪৪৫ হিজরি

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

ফুটবলে ফিরছে বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর ফুটবলে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নভেম্বরে দেশের মাটিতে নেপালের বিপক্ষে দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে।

শিগগিরই শুরু হবে জাতীয় দলের অনুশীলন। দুইটি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৩৬ সদস্যের দল বাছাই করেছে। অনুশীলনের আগে দলের সঙ্গে যোগ দেবেন কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া। দুইজনই আছেন দেশের বাইরে।

করোনার প্রাদুর্ভাবের আগে দেশ ছেড়েছিলেন কোচ ও অধিনায়ক। আন্তর্জাতিক ম্যাচ না থাকায় জেমি ডের ঢাকায় আসা হয়নি। অন্যদিকে দীর্ঘ লকডাউনের পর জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ডেনমার্ক থেকে আসার সুযোগ হয়নি জামাল ভূঁইয়ার।

১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুইটি ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচগুলো ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ম্যাচ।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে