শনিবার রাত ৪:২২

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

পাটুরিয়া-দৌলতদিয়ায় ভয়াবহ যানজট

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভয়াবহ যানজট লেগে রয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ‌্যা ৭টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা গেছে।

দৌলতদিয়া ফেরি ঘাট থেকে যাত্রীবাহী বাসের সারি রয়েছে পাঁচ কিলোমিটার, পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে সাত কিলোমিটার এবং প্রাইভেটকার-মাইক্রোবাসের আলাদা দুই কিলোমিটার সড়কে ফেরি পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

তবে দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র যানজট থাকলেও পাটুরিয়া ফেরি ঘাটের চিত্র ছিল ভিন্ন। শুক্রবার থাকায় একটু বাড়তি চাপ ছিল। সকালের দিকে যানবাহনের চাপ থাকলেও দুপুরে সব যানবাহন ফেরি পারা পার হয়ে যায়। আবার বিকালের দিকে একটু চাপ তৈরি হয়।

বিআইডবিউটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেন।

জিল্লুর রহমান বলেন, ‘শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া ঘাটে সব মিলিয়ে প্রায় ১৪ কিলোমিটার যানজট রয়েছে। তবে পাটুরিয়া ফেরি ঘাটে সন্ধ‌্যার দিকে যাত্রীবাহী বাসের তেমন কোনো চাপ ছিলো না। তবে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে।’







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে