মঙ্গলবার সকাল ১০:৫৬

১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ই রমজান, ১৪৪৫ হিজরি

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

পরমাণু অস্ত্র তৈরির প্রস্তুতির পথে ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। সমৃদ্ধকরণের এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির ধাপ থেকে মাত্র এক কদম দূরে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ ইরানের এই ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দেশটির ফরদো পরমাণু কেন্দ্রে এই সমৃদ্ধকরণ শুরু হবে। অবশ্য কবে থেকে এটি শুরু হবে তা জানায়নি ইরান।

২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে চুক্তি ভঙ্গ শুরু করে ইরান। তবে তেহরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা চুক্তিতে ফিরতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, শপথ নেওয়ার পর তিনি পরমাণু চুক্তি পর্যালোচনা করবেন। 

আইএইএ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেহরান এখনও তাদের পরমাণু কেন্দ্র পরিদর্শনের সুযোগ দিচ্ছে। তারা পরমাণু সমৃদ্ধ করলেও তা ৩ দশমিক ৬৭ শতাংশের নিচে রয়েছে,যা আদর্শ মাত্রা।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে