শনিবার সকাল ৯:১৭

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদীর বড়বাজার বন্ধ ঘোষণা

নরসিংদীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বড়বাজার বন্ধ ঘোষণা করেছে বাজার বণিক সমিতি। সেই সাথে বন্ধ হওয়া দোকানগুলোর কর্মচারীদের প্রাপ্য বেতন ভাতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নরসিংদী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ জানান, ঈদকে ঘিরে সরকারি নির্দেশনা মোতাবেক রোববার (১০ মে) থেকে দোকানপাট শপিং মল খোলার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর শনিবার (৯ মে) বিকালে জেলা প্রশাসনের সাথে নরসিংদী বাজার বণিক সমিতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও মার্কেট পরিচালনার বিষয়ে সবাইকে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ১০ মে নরসিংদীতে সীমিত আকারে দোকানপাট খোলার জন্য ব্যবসায়ীদের জানানো হয়। দোকানপাট খোলার মাত্র একদিনের মাথায় লোকজনের চরম ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া কেউই স্বাস্থ্যবিধি মানছেন না।

এদিকে নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই সোমবার (১১ মে) সকালে নরসিংদী বাজার বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা করেন ব্যবসায়ীরা। এসময় সমিতির সকল নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা স্বেচ্ছায় বড় বাজার জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

বণিক সমিতির সভাপতি বাবুল সরকার জানান, গত কয়েকদিনে নরসিংদী বাজারে ক্রেতা সমাগম বৃদ্ধি ও এক মাছ ব্যবসায়ীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর বাজার বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনায় আক্রান্ত হয়ে বাজারের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু, রূপালী ব্যংক কর্মকর্তা, হাজীপুর ও অন্যান্য এলাকায় করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় নরসিংদী বাজার এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেই সাথে অসচেতন মানুষের অধিক উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না।

এ কারণে শুধুমাত্র প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকান সীমিত আকারে জেলা প্রশাসনের দেওয়া সময়সীমার মধ্যে খোলা থাকবে বলে জানান বাবুল সরকার।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে