মঙ্গলবার সকাল ১০:২৮

১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ই রমজান, ১৪৪৫ হিজরি

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

নরসিংদীতে করোনায় নতুন আক্রান্ত ২৬ জন, মোট আক্রান্ত ৪৫৫

আমজাদ হোসেন-নরসিংদী থেকেঃ  নরসিংদীতে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নতুন করোনায় আক্রান্ত রোগী আর তার সাতে বৃদ্ধি পাচ্ছে আতংক। ৩ এপ্রিল নরসিংদীতে প্রথম সনাক্ত হয় করোনা রোগী। এর পর ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সহ ৪৫৫ জনের দেহে করোনার পজেটিভ পাওয়া যায়। নরসিংদী সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায় গত ২৩ মে পাঠানো ৯৬ টি নমুনার মধ্যে ২৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্তরা হচ্ছে সদর উপজেলায় ১৮ জন এবং রায়পুরা উপজেলায় ১ জন, শিবপুর উপজেলায় ১জন, পলাশ উপজেলায় ১ জন ও বেলাব উপজেলায় ৫ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর বরন করেছে ৫ জন। সর্বশেষ প্রাপ্ত তথ্য মোতাবেক জেলার ছয়টি উপজেলা থেকে ৩১২৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ২৮৫৯ টি নমুনার ফলাফল পাওয়া গেছে এবং এদের মধ্যে ৪৫৫ জনের দেহে করোনা পজেটিভ বলে জানাযায়। আইসোলেশন মুক্ত হয়ে বাড়ি ফিরেগেছে ১৮০ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩২২ জন মনোহরদী উপজেলায় ৮ জন শিবপুর উপজেলায় ৩২ জন পলাশ উপজেলায় ২৩ জন বেলাব উপজেলায় ৩৫ জন ও রায়পুরা উপজেলায় ৩৫ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে