রবিবার রাত ১০:০৫

২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নওগাঁয় নৌকার জয়

নওগাঁ-৬ (আত্রাই–রানীনগর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে এই ফল ঘোষণা করেন।    

তিনি জানান, নৌকা প্রতীকে আনোয়ার হোসেন হেলাল ১ লাখ ৫ হাজার ৬২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪ হাজার ৬০৫ ভোট। আর ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী ইত্তেখাব আলম ১ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। এই উপনির্বাচনে ৩৬ দশমিক ৪৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান তিনি।  

নির্বাচিত হওয়ার পর আনোয়ার হোসেন হেলাল এক প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন বলে তিনি আজ এমপি। প্রধানমন্ত্রী ও দলের সঙ্গে পরামর্শ করে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সুখে-দুখে পাশে থাকবেন বলে জানান তিনি। 
 

সাজু/বকুল 







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে