শুক্রবার রাত ১০:৫২

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসা বিশেষজ্ঞদল

চীন থেকে ১০ সদস্যের একটি চিকিৎসা বিশেষজ্ঞদল এসেছে ঢাকায়। নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সার্বিক পরিস্থিতি দেখতে চীন থেকে দলটি এসেছে। আজ সোমবার বেলার পৌনে ১২টার দিকে দলটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাদের স্বাগত জানান। আজ সোমবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘চীন থেকে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল বাংলাদেশে এসেছে। তাদের অভ্যার্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এডিশনাল সেক্রেটারি রিনা পারভিন।’

এর আগে গত বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছিলেন, ‘চীন থেকে ৮ জুন একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসবে। তারা এসে স্বাস্থ্য মন্ত্রণালয়, করোনারোধে কাজ করছে এমন সব প্রতিষ্ঠান, কমিটি বা সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। তাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন। বাংলাদেশে কোথাও কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখবেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাবে দলটি।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘বিশেষজ্ঞ দলটি দেশের বিভিন্ন হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টারসহ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন। সবার সঙ্গে তাঁদের মতামত ভাগাভাগি করবেন। সেখানেও পরামর্শ দিবেন। সব মিলিয়ে তাঁরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মতামত বা পরামর্শ দিয়ে যাবেন।’







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে