বৃহস্পতিবার রাত ১২:১৬

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে প্রথম লাগেজ ট্রেন

দেশে গত ২৬ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধের পর লাগেজ ট্রেন চলাচলের মধ্যে দিয়ে আবার শুরু হয়েছে ট্রেন চলাচল।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ৪টি মালবাহী বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে এই লাগেজ ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী লাগেজ ট্রেন চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন। 

স্টেশন ম্যানেজার জানান, শুক্রবার সকাল ১০টায় নির্দিষ্ট সময়ে প্রথম একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ৪টি মালবাহী বগি ও একটি ইঞ্জিন সমেত এই ট্রেনে ৩৮ প্যাকেটে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হচ্ছে।

প্রথম দিন হওয়ায় খুব বেশি পণ্য পরিবহনের জন্য আসেনি। ক্রমে পণ্যের সংখ্যা বৃদ্ধি পাবে। এই ট্রেনটি রাত ৮টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। যাত্রাপথে ট্রেনটি বিভিন্ন স্টেশনে পণ্য উঠানামা করবে। সপ্তাহে তিন দিন এই লাগেজ ট্রেন চলবে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে