শনিবার সকাল ৬:৩৫

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

কিশোরগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের স্টেশন সড়কে বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। রবিবার কিশোরগঞ্জ জেলা সম্মিলিত নাগরিক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন থেকে নাগরিক ফোরামের নেতারা অভিযোগ করেন, যাত্রীসেবার মান না বাড়িয়ে পরিবহন মালিকরা অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করেছেন। তারা বর্ধিত ভাড়া প্রত্যাহার করে অবিলম্বে আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। জেলা সম্মিলিত নাগরিক ফোরামের আহ্বায়ক এনায়েত করিম অমির নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, চলতি মাস থেকে কিশোরগঞ্জ টু ঢাকা দুইশ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে