শুক্রবার রাত ১০:৪৯

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

করোনা কেড়ে নিল শিল্পী বীনা মজুমদারের প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশের এক সময়ের জনপ্রিয় পল্লীগীতি শিল্পী বীনা মজুমদার। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ খবর নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।

মঙ্গলবার রাতে ফেসবুক এক স্ট্যাটাসে মিলি সুলতানা লিখেছেন, ‘করোনার মুহুর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’

অনেক দিন ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন বীনা। কয়েক বছর আগে কিছুটা অসুস্থ শরীর নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তবে চিকিৎসা নিয়ে ভালোই ছিলেন। অবশেষে করোনা কেড়ে নিল তার প্রাণ।

বীনা মজুমদার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতাঙ্গণে। এরই মধ্যে সংগীতশিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে। এছাড়া এই শিল্পীর পরিচিতজন ও ভক্তরাও শোক প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে