শুক্রবার রাত ১১:২৯

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

করোনায় নতুন করে ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৮ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, নতুন করে আরও আরও ৯ জন সুস্থ্য হয়েছেন। এ নিয়ে মোট ৫৮ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ লাখ ৫৭ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৪৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ লাখ ৫৩ হাজার ৬০৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৭৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৮৩৮ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে