শুক্রবার রাত ৯:৪২

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে শুরু ৪ অক্টোবর

চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস আগামী ৪ অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি এ বিষয়ে একটি আদেশ জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৬ মার্চ বন্ধ হয়ে যায়। পরে কয়েক দফায় বন্ধের সময় বাড়ানো হয় এবং সর্বশেষ আজ বৃহস্পতিবার সরকার এক সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার তথ্য জানিয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে