শুক্রবার রাত ১১:০৭

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

আমরা করোনা মহামারিমুক্ত : স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী

গোটা বিশ্বের মাথাব্যথার নাম নভেল করোনাভাইরাস। করোনার তাণ্ডব চলছে এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে ওশেনিয়া। এর মধ্যেই ভালো খবর শোনাল ইউরোপের ছোট্ট দেশ স্লোভেনিয়া। নিজেদের করোনার মহামারিমুক্ত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস নিঃসন্দেহে এ শতাব্দীর সবচেয়ে বড় দুর্যোগের নাম। এক অদৃশ্য ভাইরাসেই গোটা পৃথিবী স্তব্ধ। অনেক দেশই অবশ্য চেষ্টা করছে ধাপে ধাপে লকডাউন তুলে স্বাভাবিক ছন্দে ফেরার। কিন্তু সংক্রমণের সংখ্যা যেভাবে প্রতিদিন বাড়ছে, তাতে স্বস্তিতে নেই বিশ্বের বেশিরভাগ দেশই।

এরই মধ্যে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ৪৫ লাখের বেশি। করোনা হয়তো এইডসের মতো কোনোদিনই নির্মূল করা সম্ভব নয়—এমন আশঙ্কা এরই মধ্যে প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এসবের মধ্যেই আশার খবর শুনিয়েছে ইউরোপের ছোট্ট দেশ স্লোভেনিয়া। গত দুই মাস করোনার বিরুদ্ধে লড়াইয়ের পর অবশেষে দেশকে করোনার মহামারিমুক্ত বলে ঘোষণা করেছে স্লোভেনিয়া সরকার। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা নিজেই খুশির খবরটি জানিয়েছেন পার্লামেন্টে। ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের করোনা মহামারিমুক্ত ঘোষণা করেছে স্লোভেনিয়া। সীমান্তে কড়াকড়িও অনেকটাই শিথিল করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানসা বলেন, ‘স্লোভেনিয়া দুই মাস ধরে এ মহামারির বিরুদ্ধে লড়াই করেছে। আজ মহামারি মোকাবিলায় স্লোভেনিয়া ইউরোপের সেরা। আমরা এখন গর্ব করে বলতে পারি, স্লোভেনিয়ায়  করোনাভাইরাসজনিত মহামারিমুক্ত।’

গত ৪ মার্চ স্লোভেনিয়ায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মোট এক হাজার ৪৬৪ জন আক্রান্ত হয় করোনাজনিত কোভিড-১৯ রোগে, যাদের মধ্যে মারা গেছে ১০৩ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে