মঙ্গলবার রাত ২:৩১

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

চাঁদপুরে ৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে ৩০ কেজি ওজনের ৬৭ বস্তা ত্রাণের (জিআর) চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার তত্ত্বাবধানে পিকআপভ্যান দিয়ে চালগুলো উদ্ধার করে সদর উপজেলার গোডাউনে নিয়ে রাখেন। জানা যায়, মঙ্গলবার দুপুরে চালগুলো সিএসডি গোডাউন থেকে মহিলা ভাইস চেয়ারম্যানের শহরের পালপাড়াস্থ বাসায় এনে রাখেন। সরকারি ত্রাণের চাল মহিলা ভাইস চেয়ারম্যান নিজ বাসায় এনে রাখার বিষয়টি বিভিন্ন সূত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি গোয়েন্দা সংস্থা জানতে পারে।

এরপর ওই চালগুলো তার বাসা থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া হয়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসে চালগুলো ট্রাকে উঠিয়ে উপজেলায় নেয়ার প্রস্তুতির অবস্থায় পান। সদর উপজেলার এক ইউনিয়ন চেয়ারম্যান জানান, সরকারি ত্রাণ কিংবা কোনো বরাদ্দের চাল নিজ বাড়িতে নিয়ে রাখার নিয়ম নেই।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে