বুধবার দুপুর ২:৫৭

১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

না ফেরার দেশে করোনা আক্রান্ত ডা.মইন

তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে হেলেন সিলেটের প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন। বুধবার সকাল ৭ সাড়ে টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায় গত ৫ই এপ্রিল। করোনা আক্রান্ত হওয়ার পর তিনি নগরীর হাউজিং এস্টেটের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। ৭ই এপ্রিল তার শ্বাসকষ্ট দেখা দিলে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা না থাকাায়  ৮ই এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।
সোমবার তার শাররীক অবস্থার অবনিত হলে আইসিইউতে নেয়া হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে