শনিবার সকাল ৬:২৭

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

স্ত্রী-সন্তান নিয়ে বঙ্গবন্ধু সাফারী পার্ক ঘুরে এলেন সজীব ওয়াজেদ জয়

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারী পার্ক ঘুরে গেলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। এসময় তার স্ত্রী ক্রিষ্টিনা জয়সহ পরিবারের মোট ৮ সদস্য উপস্থিত ছিলেন। এই প্রথম বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য বঙ্গবন্ধু সাফারী পার্ক পরিদর্শন করলেন। তিনি সাধারণ দর্শণার্থীর মত টিকিট কেটে সাফারী পার্কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। গতকাল দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তিনি পার্কে অবস্থান করেন বলে পার্ক কর্তৃপক্ষ জানান। এসময় প্রকল্প পরিচালক আলী আজমসহ পার্কের উর্ধ্বতন কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়কে সহ তার পরিবারের সদস্যদের সাধারণ দর্শীণার্থীদের গাড়িতে করেই বিভিন্ন ইভেন্ট ঘুরিয়ে দেখান। বঙ্গবন্ধু সাফারী পার্কের তত্ত¡াবধায়ক ও সহকারী বন সংরক্ষক শাহাবুদ্দিন জানান, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, স্ত্রী ক্রিস্টিনা জয় ও তাদের সন্তানসহ পরিবারের মোট আট সদস্য সাফারী পার্ক পরিদর্শন করেন। দুপুর ১টার দিকে সড়ক পথে তিনি সাফারী পার্কের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। এসময় তারা কোর সাফারী পার্ক, ময়ুর বেষ্টনী, বিদেশী পাখিশালা ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরে দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার ভাংনাহাটির গ্রীন ভিউ রিসোর্টে দুপুরের খাবার খেয়ে অবস্থান করেন। বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এদিকে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদের এটি ব্যক্তিগত সফর হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। দলীয় কোন নেতা-কর্মীদের দেখা-সাক্ষাৎ করতে দেয়া হয়নি। তারা সকাল থেকে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদেরকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে ব্যানার-ফেস্টুন-প্লাকার্ড নিয়ে বিভিন্ন প্রকার মিছিলসহ অবস্থান নেয়। সজীব ওয়াজেদ জয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে