মঙ্গলবার রাত ২:৫৯

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদীর মনোহরদীতে বৃক্ষরোপন কর্মসূচী ও তিনটি রাস্তার উদ্বোধন

সমাজ ডেস্ক : মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান এ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি  হিসেবে  কর্মসূচির উদ্বোধন  করেন মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকান্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। 
পরে উপজেলা চেয়ারম্যান ধরাবান্দা দিঘিরপাড় নতুন বাজার ইটের সলিং রাস্তা, সাগরদী এলাকায় সলিং রাস্তা ও চালাকচর ইউনিয়নের একটি সলিং রাস্তার উদ্বোধন করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে