রবিবার সকাল ৭:১৬

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

১৭ আগস্ট খুলছে কক্সবাজারের পর্যটন কেন্দ্র

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ৪ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামী ১৭ আগস্ট খুলে দেওয়া হচ্ছে সমুদ্র সৈকতসহ কক্সবাজার পৌর এলাকার পর্যটন কেন্দ্র। 

বুধবার (৫ আগস্ট) রাতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

তিনি বলেন,  কক্সবাজারের সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল,  রিসোর্ট, সহস্রাধিক বামির্জ দোকান ও ৫ শতাধিক রেস্তোরাঁ দীর্ঘ দিন বন্ধ রয়েছে। যার কারণে পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষ বেকার রয়েছেন। 

তিনি জানান, রাতে সবার সঙ্গে কথাবার্তা বলে আগামী ১৭ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সৈকতসহ পৌর এলাকার পর্যটন কেন্দ্র ও পর্যটন ব্যবসা খুলে দেওয়া সিদ্ধান্ত হয়েছে। তবে প্রতিটি সেক্টরে নির্দিষ্ট শর্তাবলী মেনে চলতে হবে।

গত ১৮ মার্চ থেকে সমুদ্র সৈকতসহ সকল পর্যটন স্পট ও পর্যটন ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে