মঙ্গলবার রাত ৩:৩৭

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

সাহেদের মামলার দ্রুত চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে নতুন মামলার শিগগিরই চার্জশিট দেওয়া হবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলাও খতিয়ে দেখা হবে।

রোববার (১৯ জুলাই) দুপুরে পিআইবিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাহেদের ঘটনায় পুলিশের যা করার তা করে যাচ্ছে। কিছু মামলায় তার জামিন নেওয়া আছে।  তবে তার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলা আমরা দেখবো।  একইসঙ্গে তিনি এত মামলা নিয়ে কীভাবে ঘুরে বেরিয়েছেন তারও তদন্ত চলছে। সাহেদকে এসব মামলায় অবশ্যই শাস্তি পেতে হবে। কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’

সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘করোনা টেস্টের নামে সাহেদ জঘন্য অপরাধ করেছেন।  তার জন্য দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। এ কারণে সরকার তদন্ত করে তাকে ধরেছে।  তার প্রতারণার সব জাল ছিন্ন করা হয়েছে।’







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে