সোমবার সকাল ১০:১০

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

ভার্চুয়াল আদালতে মঙ্গলবার ৪ হাজার ৪২ জনের জামিন

সারাদেশে আজ মঙ্গলবার ভার্চুয়াল আদালতে আবেদনের শুনানি শেষে মোট চার হাজার ৪২ জন জামিন পেয়েছেন।সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, আজ সারাদেশে মোট ছয় হাজার ৫১৬ জনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাস মহামারি রোধ করতে আদালতের কার্যক্রম ২৬ মার্চ থেকে স্থগিত ছিল। তবে সাধারণ ছুটিতে ভিডিও কফারেন্সের মাধ্যমে ১১ মে আবার বিচারের কার্যক্রম শুরু হয়।

১০ মে হাইকোর্ট চলমান ছুটির দিনে জরুরি মামলাগুলো শুনানির জন্য তিনটি বেঞ্চ গঠন করে এবং জরুরি জামিন সম্পর্কিত মামলাগুলো শুনানির জন্য সংশ্লিষ্ট অধস্তন আদালতকে নির্দেশনা দেয়।

আদালতকে ভিডিও কনফারেন্স এবং অন্যান্য ডিজিটাল সুবিধার মাধ্যমে বিচারের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার জন্য ওইদিন রাষ্ট্রপতি আবদুল হামিদ একটি অধ্যাদেশ জারি করেন। পরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করে জানায় যে এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

গত ৭ মে মন্ত্রিসভা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কনফারেন্স ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য অধ্যাদেশটির খসড়া অনুমোদন করে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে