বুধবার দুপুর ২:৩৩

১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদীতে মানব সেবায় লিইরি ইন্টারন্যাশনাল

সামাজিক হিতকর কাজের প্রয়াস নিয়ে যাত্রা শুরু করা লিইরি ইন্টারন্যাশনাল আজ প্রথম কর্মসূচি মাধ্যমে মাঠে কাজ শুরু করলো।

“লিইরি ইন্টারন্যাশনাল ” এর প্রথম কর্মসূচি হিসেবে আজ নরসিংদী শহরে ১৫০ জনের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। পুরো শহর ঘুরে ঘুরে অসহায় রোযাদারদের মধ্যে ইফতারটি দেয়ার চেষ্টা করা হয়েছে।

সংগঠনটি মানব সেবা তথার দেশের কল্যাণে কাজ করার লক্ষে প্রতিষ্ঠা করা হয়েছে। ৩ জন তরুণ, দক্ষ স্বেচ্ছাসেবীর উদ্যোগে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। যার ফাউন্ডার হিসেবে আছে এম.এইচ.মেহেদী হাসান, কো ফাউন্ডার হিসেবে আছে কে.এইচ বাবুল এবং মাহফুজুর রহমান খান।

অসংখ্য ধন্যবাদ লিইরি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে যারা এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন। প্রথম কর্মসূচি হিসেবে কিছু শুভানুধ্যায়ী ও টিম মেম্বারদের সহযোগীতাই মূখ্য ছিলো।

ভবিষ্যতে সকলের সহযোগিতা চাচ্ছে লিইরি ইন্টারন্যাশনাল। ইন শা আল্লাহ সমাজ,রাষ্ট্র ও দেশের বাহিরেও নিজেদের কাজকে ছড়িয়ে দিতে সদা প্রস্তুত লিইরি ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, ২০২০ সালের ২০শে এপ্রিল আত্মপ্রকাশ করেছে এই সংগঠনটি। তারপর থেকেই নিজেদের অবস্থান ঠিক করে সকল মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে