রবিবার সকাল ১১:২৬

২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন নরসিংদী মডেল থানা পুলিশ

সমাজ ডেস্ক: কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে নানা গণমূখী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। জনগণের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, ভ্রাম্যমান বাজার পরিচালনাসহ মানবিক সেবা প্রদান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার গরীব কৃষকের ধান কেটে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে  নরসিংদী  মডেল থানা পুলিশ। আজ ৪ মে সোমবার সকালে নরসিংদী মডেল থানাধীন চরাঞ্চলের নজরপুর ইউনিয়নে কালাই গোবিন্দপুর গ্রামের গরীব কৃষক দুলাল মিয়ার ক্ষেতের ধান কেটে দিলেন নরসিংদী মডেল থানা পুলিশ।

কৃষক দুলাল মিয়ার ৪৫ শতাংশ জমির ধান কেটে মারাই করে দেন নরসিংদী জেলার পুলিশ সদস্যগণ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহেদ আহমেদ, অফিসার ইনর্চাজ, নরসিংদী মডেল থানা মোঃ সৈয়দুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আতাউর রহমান, ইন্সপেক্টর (অপারেশন্) মোহাম্মাদ তোফাজ্জল হোসেন-সহ নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান, পুলিশ সদস্যগণ এ ধান কাটায় অংশ নেন। নরসিংদী জেলা পুলিশের  এরূপ সেবামূলক কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা ।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে