মঙ্গলবার সকাল ৮:৩৬

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ হেমন্তকাল

মসলায় রঙ, লাখ টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে মসলায় ক্ষতিকারক রঙ ও নিন্মমানের পোকা ধরা গুড়া মসলা ব্যবহার করায় মেসার্স রনী এন্টার প্রাইজ ও মেসার্স রমনী ষ্টোর নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২.৩০মিনিট পর্যন্ত উপজেলার চৌমুহনী বাজারের মসলার আড়তগুলোতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-১১ লক্ষীপুর কার্যালয়ের সদস্যরা।

মাওলা সুজন/সাজেদ 







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে