সমাজ ডেস্ক: নরসিংদীর মনোহরদীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়ালেন ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর জাকির হোসেন অাকন্দ বাবুল। তিনি এবং তার সহোদর সৌদি প্রবাসী মহসিন হোসেন অাকন্দের নিজস্ব অর্থায়নে পৌর এলাকার ৪ শতাধিক অসহায় গরীব পরিবারের এবং হতদরিদ্র ভ্যানচালক রিকশাচালক দিনমজুর মানুষের মাঝে আলু, পিঁয়াজ, বেগুন, টমেটো, কাঁচা মরিচ, মুসুরি ডাল, পুঁইশাক, ভেন্ডি, লাউ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। দুই ধাপে বিতরণ কার্যক্রমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমন ব্যতিক্রমী উদ্যোগের সাধুবাদ জানিয়েছে মনোহরদী পৌরবাসী।
মনোহরদী পৌর কাউন্সিলর বাবুলের অর্থায়নে ৪ শতাধিক অসহায়ের মাঝে সবজি বিতরণ
প্রকাশ : এপ্রি ২৪, ২০২০ | Comments Off on মনোহরদী পৌর কাউন্সিলর বাবুলের অর্থায়নে ৪ শতাধিক অসহায়ের মাঝে সবজি বিতরণ
