বৃহস্পতিবার সকাল ৮:৫২

৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল

মনোহরদীতে সামাজিক দূরত্ব না মানায় ১৪ টি মামলায় জরিমানা

সমাজ ডেস্ক : করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধের অংশ হিসেবে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে এবং মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সার্বিক তত্ত্বাবধানে মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ১২ সদস্যের একটি দল সাথে নিয়ে চালাকচর, সাগরদী, শরীফপুর, ড্রেনেরঘাট, মনোহরদী, শুকুন্দি, হাতিরদিয়া, দৌলতপুর বাজারের বিভিন্ন জনাকীর্ণ ও জনসমাগম হয় সেসব জায়গাসমূহ পরিদর্শন করা হয়। যারা ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে বা নরসিংদী জেলার বাইরে থেকে এসেছেন তারা হোম কোয়ারেন্টাইনে আছেন কি না সেটি মনিটরিং করা হয়। তাছাড়া ঘরের বাইরে অপ্রয়োজনে যারা ঘুরাফেরা করছে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, যেসব দোকান বন্ধ রাখার নির্দেশ আছে তারা বাস্তবে তা মানছে কিনা, বাজারের দাম ঠিক রাখসহ নানবিধ বিষয়ে তদারকি করা হয় ও সেখানে আইনানুগ দিকটি বাস্তবায়নের জন্যে মনিটরিং করা হয়।
এছাড়া সামাজিক দূরত্ব না মানায় ও সংক্রামক ব্যাধি বিস্তারে অবহেলাজনিত কারণে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৮ ধারা ও ২৬৯ ধারায় মোট ১৪ টি মামলায় মোট ৩ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে