তানভির আহমেদ, নরসিংদী:- নরসিংদীর জেলায় মনোহরদী উপজেলার বড়চাপা ও কৃষ্ণপুর ইউনিয়নের শনিবার দুপুর ১:৩০ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনামূলক আলোচনা সভা নরসিংদী জেলা পরিষদের সৌজন্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সচেতনামূলক আলোচনা সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য এডভোকেট মোঃ শহিদুল্লাহ শহিদ, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান, বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমদাদুল হক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ডালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার চাঁন মিয়া মাষ্টার সহ আরো উপস্থিত ছিলেন বড়চাপা, কৃষ্ণপুর ইউনিয়নের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সচেতনতামূলক আলোচনা সভা শেষে নরসিংদী জেলা পরিষদের সৌজন্যে ৫০ জন ব্যক্তির মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হাতে তুলে দেওয়া হয়।
মনোহরদীতে দুইটি ইউনিয়নে করোনা মোকাবেলায় সভা ও সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশ : জুলা ৩১, ২০২১ | Comments Off on মনোহরদীতে দুইটি ইউনিয়নে করোনা মোকাবেলায় সভা ও সুরক্ষা সামগ্রী বিতরণ
