বৃহস্পতিবার সকাল ৮:৩৫

৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল

ভুতুড়ে বিল: ডিপিডিসির ৪ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ

ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ৪ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে।  আরও ৩৬ প্রকৌশলীকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয় ডিপিডিসি।  

শনিবার (৪ জুলাই)  এই তথ্য নিশ্চিত করেছেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।

উল্লেখ‌্য, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরদ্ধে গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ আসছিল।  এ কারণে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। কমিটিগুলোকে সাত দিনের মধ‌্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

বিদ‌্যুৎ বিভাগের বেঁধে দেওয়া সাত দিন সময় শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২ জুলাই)। এরই মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ডিপিডিসির বিরুদ্ধে।  ডিপিডিসি এই ঘটনা তদন্তে কোম্পানির নির্বাহী পরিচালক (আইসিটি)-কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করে।  শুক্রবার রাতে এই কমিটি প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বরখাস্ত ও কারণ দর্শানোর সিদ্ধান্ত নেয় ডিপিডিসি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে