সমাজ ডেস্ক: বাহরাইন থেকে দেশে ফিরলেন ১৩৮ বাংলাদেশি
অনলাইন রিপোর্টার ॥ আজ রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দর সূত্র জানা যায়, বাহরাইনে শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। অবৈধভাবে দেশটিতে বসবাস করায় বাহরাইন সরকার তাদের দেশে পাঠিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে বাহরাইন থেকে ১৩৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। যাদের কোভিড-১৯ সার্টিফিকেট নেই, তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।
বাহরাইন থেকে দেশে ফিরলেন ১৩৮ বাংলাদেশি
প্রকাশ : এপ্রি ২৬, ২০২০ | Comments Off on বাহরাইন থেকে দেশে ফিরলেন ১৩৮ বাংলাদেশি
