শনিবার বিকাল ৩:০৮

৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদী পুলিশ লাইনসে্ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

সমাজ ডেস্ক: মঙ্গলবার পুলিশ লাইনস্ ড্রীল শেডে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। সভা শেষে নরসিংদী জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. মোশারফ হোসেন বিশ্বাস এবং মো. মোহসীন তালুকদার এর নরসিংদী জেলা হতে অবসর গ্রহণের নিমিত্তে অন্যত্র বদলী হওয়ায় তাদের জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া পবিত্র ঈদ-উল-আযহা ২০২০ উপলক্ষে কোরবানীর পশুর হাট, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্তে অলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, বিপিএম বার, পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে