মঙ্গলবার রাত ২:১৭

২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

৫ই রমজান, ১৪৪৪ হিজরি

১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

নব্য জেএমবির আমিরকে অচিরেই গ্রেফতার করা হবে: আইজিপি

নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চুসহ সকল পলাতক জঙ্গিদের অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক। রবিবার দুপুরে পুলিশ সদর দফতরে ঈদ পুর্নমিলনীতে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিদের তিনি একথা বলেন।

এই মুহুর্তে জঙ্গি হামলার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘আমি মনে করি না তাদের (জঙ্গি) সেই শক্তি আছে। আইয়ুব বাচ্চু বলেন আর যাই বলেন সবাই আমাদের জালে পড়বে। আমরা (পুলিশ) সবগুলোকে গ্রেফতার করতে সক্ষম হব। ‘

তিনি আরো বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সরকারে নীতি হলো ‘জিরো টলারেন্স’। জঙ্গিদের অর্থদাতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেলে জাতিকে জানানো হবে। আমাদের সাথে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ এগিয়ে এসেছেন জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিআইজি মো. মহসিন হোসেনসহ পুলিশের উধর্বতন কর্মকর্তারা।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে