মঙ্গলবার সকাল ৮:৩৬

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ হেমন্তকাল

করোনা প্রতিরোধে নরসিংদী কারাগারে বিশেষ ব্যবস্থা

সমাজ নিউজ ডেস্কঃ ৩শত ৪৪ বন্দির নরসিংদী জেলা কারাগারে বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৭৪ জন বন্দিদের স্বাস্থ্য সুরক্ষায় এবং করোনা ভাইরাস থেকে নিরাপদে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। এছাড়া ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্দিদের সাথে তার পরিবারের বাবা, মা, স্বামী, স্ত্রী, সন্তানের সাথে মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যেক বন্দি সপ্তাহে একদিন সীমিত সময়ের জন্য সকাল ৯ টা থেকে ১২ এবং দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছে। পাশাপাশি বন্দিদের স্বজনদের এই সময়ে তাদের সঙ্গে সাক্ষাত পুরোপুরি বন্ধ করছে কারা কর্তৃপক্ষ। তবে এই মুহুর্তে নতুন আসামী যদি কারাগারে প্রবেশ করে এদের নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। এদের প্রবেশের পরপরই ১৪ দিন আলাদা ভাবে রেখে সুস্থতা নিশ্চিত করে সাধারণ ওয়াডে তাদের রাখা হচ্ছে। নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম এসব কথা জানান। কারাবন্দিদের পাশাপাশি কারাগারে থাকা স্টাফ ও কারারক্ষীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপের বিষয়েও কথা বলেন তিনি। তিনি জানান, নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয় আমাদের মাঝে পিপিই সরবরাহ করেছে। এছাড়া সকল স্টাফ ও বন্দিদের প্রবেশের সময় মুল ফটকে ইনফারেড থার্মোমিটার দিয়ে পরীক্ষাকরে প্রবেশ করান হচ্ছে। করোনা ভাইরাস বিশ্বে ছড়ানোর পরেই এখানে সতর্কতা জারি করেছি। বাংলাদেশে এ ভাইরাস পাওয়ার পর আমরা কারাবন্দি ও কারারক্ষীসহ সবাইকে হ্যান্ডশেক ও কোলাকুলি করতে একেবারেই নিষেধ করেছি। ভেতরে ও বাইরে সবাই সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে এবং তারা এটি করছেন। শুরুতে কারাবন্দিদের সঙ্গে যারা দেখা করতে এসেছেন তাদেরও আমরা হাত মুখ ধুয়ে তারপর দেখা করতে দিয়েছি। তিনি আরও জানান, বর্তমান এই ভাইরাসকালীন আমরা আপাতত কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাত বন্ধ করেছি। এতে করে কারাবন্দি, কারারক্ষী ও তাদের স্বজনরা নিরাপদ থাকবেন। জেল সুপার নজরুল ইসলাম জানান, কারা মসজিদের নামাজ আদায়েও সরকারি নির্দেশনা মানা হচ্ছে। আমাদের মেডিক্যাল টিম নতুন বন্দি যারা আসছেন তাদের চেকআপ করছেন তাদের কোনো উপসর্গ রয়েছে কিনা এ রোগের। একইসঙ্গে ভেতরের সবাইকেও চেকআপের মধ্যেই রাখা হয়েছে। কারো কোনো উপসর্গ দেখা দিলে যা এ রোগের সঙ্গে সম্পৃক্ত তাদের দ্রুত চিকিৎসা ব্যবস্থার আওতায় আনা হবে। তিনি জানান, পুরো কারাগারের ভেতরে ও বাইরে সব সময় অধিকতর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন রেখে করোনা ডেঙ্গুসহ সব ভাইরাস থেকে কারাবন্দিসহ এখানকার সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল পর্যন্ত এখানে কোন করোনা রোগী পাওয়া যায়নি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে