বুধবার বিকাল ৩:৫৬

১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল

গুরুতর অবস্থায় হাসপাতালে সাবেক ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক

গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার। বৃহস্পতিবার (৬ মার্চ) অধ্যাপক আরেফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন তার স্বজনরা। আরেফিন সিদ্দিকের বর্তমান শারীরিক অবস্থা বিষয়ে বিস্তারিত »»

কিশোরগঞ্জ বার নির্বাচনে সভাপতিসহ পাঁচ পদে আওয়ামীপন্থীদের জয়

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি পদসহ ৫টি পদে জয়ী হয়েছেন আওয়ামী ঘরানার প্রার্থী। আর সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। আওয়ামী ঘরানার কোনো প্যানেল ছিল না। সবাই ব্যক্তিগত উদ্যোগে প্রার্থী হয়েছিলেন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।  নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট বিস্তারিত »»

টিআইএন থাকার পরও রিটার্ন না দিলে ঘুমাইতে পারবেন না : এনবিআর চেয়ারম্যান

কেউ একবার ট্যাক্স আইডেন্টিফিকেশন বা কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিলে তার পর থেকে এনবিআর কর্মকর্তারা তাকে রিটার্ন জমা দেওয়ার জন্য নানাভাবে তাগিদ দিতে থাকবেন উল্লেখ করে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘টিআইএন থাকার পরও রিটার্ন না দিলে ঘুমাইতে পারবেন না।’ বুধবার (৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআরের এক প্রাক-বাজেট আলোচনায় রাজস্ব বাড়াতে বিস্তারিত »»








© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে