বৃহস্পতিবার দুপুর ২:৫৫

১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডুব’

রাশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারের আসর শুরু হচ্ছে ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত। এবারের আসরে অংশ নিচ্ছে দেশীয় সিনেমা আলোচিত ছবি ‘ডুব’।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,  ছবিটি উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ের জন্য নির্বাচিত হয়েছে। নয়টি দেশের ১০টি ছবির সঙ্গে লড়বে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ডুব’। একই তথ্য জানা গেছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট থেকে।

১ জুন সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১১টি ছবির নাম ঘোষণা করেন উৎসব আয়োজকেরা। প্রধান প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশসহ স্থান পেয়েছে ভারত, রাশিয়া, জার্মানি, কোরিয়া, জাপান, ফিনল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, ডেনমার্ক ও চীনের ছবি।

‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী ও বলিউড তারকা ইরফান খান। বাংলাদেশে এ ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। ছবির সহ-প্রযোজক ইরফান খান। নানা জটিলতার কারণে বাংলাদেশে ছবিটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে