শুক্রবার রাত ১০:৫৫

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

সীমান্তে এবার মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠাচ্ছে চীন

সেনা সদস্যদের মার্শাল আর্ট শেখাতে সীমান্ত এলাকায় প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। তারা অন্তত ২০ জন প্রশিক্ষককে তিব্বতে পাঠাচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেয়নি বেইজিং।

সম্প্রতি লাদাখ সীমান্ত নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। গত মাসে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত প্রাণ হারান, আহত হন অন্তত ৭৬ জন। তবে চীনা বাহিনীর কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত করেনি দেশটি।

১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, সীমান্ত এলাকায় বন্দুক বা বিস্ফোরক ব্যবহার করতে পারবে না ভারত-চীনের সেনারা। তবে লাদাখের ওই সহিংসতায় চীনা বাহিনী কাটাযুক্ত লোহার রড ব্যবহার করেছিল বলে দাবি করেছে ভারত। এবার শারীরিক লড়াইয়ে প্রতিপক্ষকে সহজে পরাস্ত করতেই চীনা সেনাদের মার্শাল আর্টের উচ্চতর প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এনবো ফাইট ক্লাবের ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বতের রাজধানী লাসায় নিয়ে যাওয়া হবে। তবে তারা ভারত সীমান্তে মোতায়েন সেনাদের প্রশিক্ষণ দেবেন কি না সে বিষয় কিছু জানানো হয়নি।

সূত্র: বিবিসি







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে