বৃহস্পতিবার বিকাল ৫:৩৮

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

অবশেষে নানা জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্তে পৌঁছালো দুই দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সিদ্ধান্ত হাসি ফোটাতে পারেনি কারো মুখে। দুই বোর্ডের মধ্যে কোয়ারেন্টাইন ইস্যুতে সমঝোতা না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না। আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বস বলেন, ‘শ্রীলংকা আমাদেরকে সফরের বিধি-নিষেধ নিয়ে একটি শর্ত পাঠিয়েছিল। আমরা সেটি পর্যালোচনা করে দেখেছি। সেখানে উল্লেখিত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না। ওদের জানানোর পর তারা সরকারের সঙ্গে আলোচনা করে।’

‘কিন্তু ওদের সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এটা মানতেই হবে। এই মুহূর্তে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না। লম্বা কোয়ারেন্টাইন শেষে ক্রিকেট খেলার জন্য ক্রিকেটারদের মানসিক অবস্থা থাকবে না। আর তাই আমরা এখন সফরে যেতে রাজি নই। পরিস্থিতি যখন ভালো হবে তখন আমরা নতুন করে সফর নিয়ে ভাববো।’

পুরো বিষয়টি খোলাসা করে নাজমুল হাসান আরো বলেন, ‘কোয়ারেন্টাইন এবং আইসোলেশন দুটি দুই জিনিস। যে হোম কোয়ারেন্টাইনে থাকবে সে ঘর থেকে বের হতে পারবে না। কিন্তু কোভিড পজিটিভ কেউ থাকলে আমরা তাকে পুরোপুরি আইসোলেশনে রাখি। মানে ঘর থেকে বের হতে পারবে না সে, শুধু বাসা থেকে নয়, ঘর থেকেই বের হবে না সে। শ্রীলঙ্কার এটা ১৪ দিনের আইসোলেশন। যেটাকে ওরা কোয়ারেন্টাইন বলছে, সেটা অন্যান্য জায়গা থেকে আলাদা। এটা পুরোপুরি আইসোলেশন।’

‘এই অবস্থায় কোনো খেলোয়াড়ের পক্ষে খেলা সম্ভব না। শারীরিক অবস্থা তো পরের ব্যাপার, মানসিক যে কন্ডিশন হবে সেখান থেকে ফিরে আসতে অনেক সময় লাগবে। এই অবস্থায় খেলা সম্ভব না আমরা বলে দিয়েছি।’

‘একেক দেশে একেকটা আইন, ওদের দেশে এটাই আইন। গতকাল আমরা ওদের কাছ থেকে বার্তা পেয়েছি এবং আজকেই জানিয়ে দিয়েছি যে এটা সম্ভব না, রি-সিডিউল করতে হবে। পরিস্থিতি যখন ভালো হবে এবং এই ধরণের কন্ডিশন থাকবে না তখন আমরা যাব।’– যোগ করেন তিনি।

শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও ক্রিকেটারদের অনুশীলন বন্ধ হচ্ছে না। সামনেই ঘরোয়া ক্রিকেট ফিরবে, এমন ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।

ঢাকা/ইয়াসিন/কামরুল







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে