বৃহস্পতিবার দুপুর ১২:১৮

১১ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১লা শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৮শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

যুবলীগ নেতা মাজহারুলের পরিবারের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

সমাজ ডেস্ক: পবিত্র রমজান ও করোনা ভাইরাসের কারণে বিরাজমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যে সকল কর্মজীবি মানুষ কর্মহনী হয়ে খাদ্য সমস্যায় আছে সেই সকল কর্মহীন লোকদের খাদ্য সহায়তা প্রদানের জন্য ২৪ এপ্রিল শুক্রবার তৃতীয় বারের মতো কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী মাজহারুল ইসলামের পরিবারের পক্ষ হতে কর্মহীনদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। মনোহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মোঃ কফিল উদ্দিন মাস্টার এর ব্যবস্থাপনায় মনোহরদী পৌরসভাস্থ ০২নং ওয়ার্ডের কাজী মার্কেটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিদের নিয়ে তালিকা করে কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী মাজহারুল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাজী মাজহারুল ইসলামের বড় দুই ভাই লাখপুর মাধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মহসিন ও মাধবদী পৌরসভার সচিব কাজী মোস্তফা কামাল মনির। তৃতীয় পর্যায়ে ১৮০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও কিছু পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী মাজহারুল ইসলাম বলেন মহান আল্লাহ তৌফিক দিলে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখব। তিনি আরও বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রক্যেক সামর্থবানদের উচিত তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের খোজ নেওয়া। তিনি বলেন, আমার রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতায় বলতে পারি যে, বর্তমানে প্রত্যেক সমাজেই কিছু মানুষ আছে যারা মুখ ফুটে কারো কাছে কোন কিছু বলতেও পারে না, চাইতেও পারে না। তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সমাজের অতি দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাড়ানো। আমি আমার বাবা কাজী কফিল উদ্দিন মাস্টার সহ পরিবারের সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা তহবিল করে এই সময়ে মানুষে পাশে দাড়াতে পারছি। প্রত্যেক সমাজের যুবকদের উচিত শৃঙ্খলা বজায় রেখে সামাজিকভাবে তহবিল তৈরি করে সরকারের সাথে সমন্বয় পূর্বক ত্রাণ কাজে অংশ্রগ্রহণ করা। উল্লেখ্য, তার পরিবারের চাকুরীজীবি সদস্যদের বৈশাখী ভাতা থেকে প্রথম পর্যায়ে প্রায় ৬০টি পরিবারের মাঝে চাল,ডাল,তেল,পেয়াজ,সাবান,লবন বিতরণ করা হয়। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবারও ২০০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। এছাড়া কিছু কিছু পরিবারের মধ্যে নগদ অর্থও বিতরণ করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে