শুক্রবার রাত ১০:৪৮

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

মাধবদীর নুরালাপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

সমাজ ডেস্ক : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাধবদী থানা পুলিশের আয়োজনে সোমবার (০৬ জুলাই) বেলা ১১ টায় নুরালাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন নুরালাপুর ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল, নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা প্রমুখ। “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানে জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করে সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূলের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নুরালাপুরে বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্ব পালন করবেন উপ পরিদর্শক সুবল চন্দ্র পাল ও সহকারী উপ পরিদর্শক মো: জাকির হোসাইন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে