শুক্রবার রাত ৯:৫৭

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

মাগুরায় ৫৭৭ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

মাগুরা সংবাদদাতা: মাগুরায় এ বছর ৫৭৭টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। তবে করোনা ভাইরাসের কারণে এ বছর মাগুরা জেলায় তেমন জাঁকজমক নেই ।

জানা গেছে, মাগুরায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা শিল্পীরা প্রতিমা নির্মাণ কাজ করছেন। জেলা শহরের থানা পাড়া, জামরুল তলা, তাতী পাড়া, দড়ি মাগুরা বটতলা, নিজন্দুয়ালী কালী বটতলা, চরপাড়া, বৈদ্যবাড়ী, পারনান্দুয়ালী মিস্থী পাড়া প্রভৃতি স্থানে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা নির্মাণ এর কাজ চলছে। তবে করোনা ভাইরাসের কারণে জেলায় তেমন জাঁকজমক নেই।

এবছর ৫৭৭টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮১টি, শ্রীপুর উপজেলায় ১৩৩টি, শালিখা উপজেলায় ১১৯টি, মহম্মদপুর উপজেলায় ১২১, পৌর এলাকায় ২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। থাকবে না আলোক সজ্জা, মেলা। প্রতিমা শিল্পীদের এবছর তেমন কাজ নেই।

শহরের থানা পাড়া পূজা মণ্ডপের প্রতিমা শিল্পী আনন্দ বিশ্বাস জানান, যে প্রতিমা তৈরি করা হচ্ছে তার মূল্য নেই। কম দামে তাদের প্রতিমা তৈরি করা হচ্ছে। গতবছর ৭টি প্রতিমা তৈরি করেছিলাম এবছর একটি প্রতিমা তৈরি করছি।

এদিকে পূজার বাজার জমেনি। করোনা ভাইরাস পূজার আনন্দ ম্লাম করেছে। তারপরও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বলে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে পূজা হবে।

শহরের থানাপাড়া পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট রতন কুমার মিত্র জানান, এবছর শহরের থানা পাড়ার পূজা ৬০ বছরে পদার্পণ করেছে। করোনা মুক্তির জন্য প্রার্থনা করছি ।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে