শুক্রবার রাত ৩:২৭

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

মনোহরদীতে সামাজিক দূরত্ব না মানায় ৩টি মামলায় জরিমানা

সমাজ ডেস্ক : করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধের অংশ হিসেবে অাজ বৃহস্পতিবার নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সদয় নির্দেশে মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ১২ জন সদস্যের সহায়তায় হাতিরদিয়া বাজার, শুকুন্দি, মনোহরদী বাজার, চালাকচর বাজার, খিদিরপুর, রামপুর, সাগরদী বাজারের বিভিন্ন জনাকীর্ণ ও জনসমাগম হয় সেসব জায়গাসমূহ পরিদর্শন করা হয়। যারা ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে বা নরসিংদী জেলার বাইরে থেকে এসেছেন তারা হোম কোয়ারেন্টাইনে আছেন কি না সেটি মনিটরিং করা হয়। তাছাড়া ঘরের বাইরে অপ্রয়োজনে যারা ঘুরাফেরা করছে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, যেসব দোকান বন্ধ রাখার নির্দেশ আছে তারা বাস্তবে তা মানছে কিনা, বাজারের দাম ঠিক রাখসহ নানবিধ বিষয়ে তদারকি করা হয় ও সেখানে আইনানুগ দিকটি বাস্তবায়নের জন্যে মনিটরিং করা হয়।
এছাড়া সামাজিক দূরত্ব না মানায় ও সংক্রামক ব্যাধি বিস্তারে অবহেলাজনিত কারণে সংক্রামক আইন ২০১৮ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৮ ধারায় মোট ৩ টি মামলায় মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে