শুক্রবার রাত ১১:৩২

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

মনোহরদীতে প্রথম করোনা রোগী সনাক্ত

সমাজ ডেস্ক :নরসিংদীর মনোহরদীতে একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তিনি উপজেলা শুকুন্দী ইউনিয়নের চরনারান্দী গ্রামের বাসিন্দা।
আজ সোমবার মনোহরদী উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করে।
ডাঃ রাশেদুল হাসান মাহমুদ জানান, গত ১১ এপ্রিল ওই ব্যক্তি শরীরে জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ সোমবার রিপোর্ট আসে যে তিনি করোনা ভাইরাস পজেটিভ। এর পরই তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তার পরিবারের অন্য সদস্যেরও নমুনা সংগ্রহ করা হবে।
তিনি বলেন, ‘এ পর্যন্ত ২২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ১২ জনের রিপোর্ট আসার পর একজনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।’ মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, ‘করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই বাড়ি লকডাউন করা হয়েছে।’







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে