মঙ্গলবার সকাল ১০:৫০

১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ই রমজান, ১৪৪৫ হিজরি

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

মনোহরদীতে পঞ্চম বারের মতো কর্মহীন দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ

সমাজ ডেস্ক : নরসিংদীর মনোহরদীতে কর্মহীন হতদরিদ্রদের বন্ধু খালেক ভূঁইয়া পঞ্চম বারে কর্মহীন হতদরিদ্র২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। নোবেল করোনাভাইরাস সংক্রমন রোধে কর্মহীন হয়ে পরা ও হতদরিদ্রদের পাশে মানবতার ফেরিওয়ালা হয়ে দাঁড়িয়েছেন আব্দুল খালেক ভূঁইয়া। বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক, ভূঁইয়া ডায়াগনোস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক ও ক্যান্টনমেন্ট থানা শাখার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ সভাপতি এবং শুকুন্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের জমিদাতা আব্দুল খালেক ভূঁইয়া। তিনি ও তাঁর ছেলে সেন্টারের পরিচালক ডা: মো. ওয়াহিদুল হাসান ভূঁইয়া সজিব এলাকায় বিভিন্ন হতদরিদ্রদের ঘরে-ঘরে গিয়ে স্যানেটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ সোমবার (২০ এপ্রিল) চলমান ধারা হিসেবে পঞ্চম ধাপে আবারও ২০০ পরিবারের মাঝে এ সামগ্রীগুলো বিতরণ করেন। এর পূর্বে আরও চারবার তিনি বাড়িবাড়ি গিয়ে সামগ্রীগুলো বিতরণ করেছেন। আজ সামগ্রীগুলো বিতরণকালে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আতিকুল ইসলাম মিলন এবং এলাকার স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আব্দুল খালেক ভূঁইয়া বলেন, আমার প্রয়াত পিতা আব্দুল গফুর ভূঁইয়া উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি এবং শুকুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি তাঁর জীবনে সবমসময় দরিদ্র অসহায়দের পাশে থেকেছেন। আমিও তাঁর আদর্শ অনুসরণ করে সবসময়ই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন। সুস্থ থাকুন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে