শুক্রবার রাত ১০:১৬

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

মনোহরদীতে ছিনতাইকারী আটক

সমাজ নিউজঃ- নরসিংদীর মনোহরদীতে খোকন ফকির (৪৫) নামে চোর চক্রের এক সদস্য আটক হয়েছে। সোনালী ব্যাংকের একজন গ্রাহকের কাছ থেকে টাকা চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়। পরে মনোহরদী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। আটককৃত খোকন ফকির মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহেরতলা গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে মনোহরদী সোনালী ব্যাংকের এক মহিলা গ্রাহক ৬১ হাজার ২০০ টাকা উত্তোলন করেন। উত্তোলনকৃত টাকা ভ্যানিটি ব্যাগে করে ব্যাংকের নিচে আসলে আগে থেকেই ওঁৎপেতে থাকা চোরচক্রটি মহিলার হাত থেকে সুকৌশলে টাকাসহ ভ্যানিটি ব্যাগ নিয়ে মাইক্রোবাসে পালানোর চেষ্টা করে। এ সময় ওই মহিলা টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশে থাকা জনতা এবং ব্যাংকের নিরাপত্তাকর্মীরা মাইক্রোবাসটির পিছু নেয়। মাইক্রোটি মনোহরদী পৌরসভার বাইপাস রোডে পৌছলে ইব্রাহীম নামের এক মোটর সাইকেল আরোহী মাইক্রোবাসটির গতিরোধ করলে ছিনতাইকরীরা পালানোর চেষ্টা করে।এসময় স্থানীয় জনতা খোকন ফকির নামের একজনকে ধরে ফেললেও তার অপর সঙ্গি পালিয়ে যায়। পরে জনতার হাতে আটককৃত খোকনকে মিয়াকে মনোহরদী থানা পুলিশের কাছে সোপর্দ করে। সোনালী ব্যাংকের ম্যানেজার আরিফ উদ্দিন আহম্মদ জানান, আগেও এ ধরণের ছিনতাই ও চুরির ঘটনা আরো ঘটেছে বলে শুনেছি। তাই এখন থেকে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। এ বিষয়ে মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে