শনিবার বিকাল ৫:৪৫

২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

ব্যারিকেডের কারণে ফায়ার সার্ভিসের অগ্নিকান্ডস্থলে পৌঁছাইতে দেরি

সমাজ ডেস্ক : টাঙ্গাইল পৌর শহরের পূর্ব আদালত পাড়ায় রাস্তায় ব্যারিকেডের কারণে ফায়ার সার্ভিসের আগুন নেভাতে দেরি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পূর্ব আদালত পাড়া নাদিম উদ্দিন নিউটনের বাড়ীতে অগ্নি দূর্ঘটনা ঘটে। সে সময় অগ্নিকান্ডস্থলে পৌঁছাইতে দুটি ব্যরিকেডের সম্মুখীন হতে হয় ফায়ার সার্ভিসকে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, টাঙ্গাইল শহরের বিভিন্ন রাস্তা করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসোবে অতি উৎসাহী কিছু লোকজন ব্যারিকেড দিয়ে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যার ফলে অগ্নিকান্ডসহ যে কোন দূর্ঘটনায় দ্রুত দূর্ঘটনাস্থলে সঠিক সময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

তিনি আরো জানান, যেখানে সরকারের বিভিন্ন সংস্থার লোকজন রাত-দিন করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেখানে এই ধরনের কর্মকান্ড মোটেও কাম্য নয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে